কেন হুথিদের ভয় পাচ্ছে যুক্তরাজ্য, জানালেন ক্যামেরন
ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর আক্রমণ করা ছাড়া যুক্তরাজ্যের সামনে আর কোনো রাস্তা ছিল না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, হুথিদের বহুবার সতর্ক করা হয়েছে। কিন্তু তারা না শোনায় হামলা চালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তিনি আশঙ্কা করছেন, এই রুটে হুথিদের দমন না করা গেলে বিশ্বব্যাপী বাড়বে পণ্যের দাম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৩০ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।
এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দেয় হুথিরা এরপর থেকে নিয়মিত লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান সমর্থিত এই গোষ্ঠী।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সর্বশেষ গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ২০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। এরপরই হুথিদের ব্যবহৃত সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী। হামলায় ব্যবহার করা হয় টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এছাড়া যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে।
দ্য সানডে টেলিগ্রাফে লেখা এক কলামে ক্যামেরন বলেন, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট যদি হুথিরা দখল করে রাখে তবে জিনিসপত্রের দাম আরও বাড়বে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত নয় এমন গুরুত্বপূর্ণ কারগো জাহাজেও আক্রমণ চালিয়েছে তারা। অনেক জাহাজই পথ ঘুরে গেছে, যা ব্যয়সাপেক্ষ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ক্যামেরন দাবি করেন, চলাচলের স্বাধীনতা নিশ্চিতে এই হামলায় যোগ দিয়েছে যুক্তরাজ্য। যদি হুথিরা এমন হামলা অব্যাহত রাখে তবে যুক্তরাজ্যও পাল্টা জবাব দেবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুথিরা যদি জাহাজ যেতে না দেয় তবে সাপ্লাই চেইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাজ্যসহ বিশ্বে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তিনি বলেন, ‘মিত্রদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত যুক্তরাজ্য। আমরা চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চাই।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস