রবিবার কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৪, ০৮:৩৭
শেয়ার :
রবিবার কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি: 

বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

কৃষিমন্ত্রীর কর্মসূচি: 

সকাল সোয়া ১০টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি: 

দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা বাড়ানোর বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

বস্ত্র ও পাটমন্ত্রীর কর্মসূচি: 

বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ভূমিমন্ত্রীর কর্মসূচি: 

বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাইজেশন নিয়ে ব্রিফ করবেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

যুব ও ক্রীড়ামন্ত্রীর কর্মসূচি: 

দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি: 

সকাল সোয়া ১০টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় এবং দফতর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি: 

সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও দফতর সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কর্মসূচি: 

দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর কর্মসূচি: 

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশেষ সমন্বয় সভা শেষে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

ডিএসসিসি মেয়রের কর্মসূচি: 

বিকেল ৩টায় ধূপখোলা মাঠে ঐতিহ্যবাহী সাকরাইন/ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জাতীয় ভোক্তা অধিকারের কর্মসূচি: 

বেলা ১১টায় অধিদফতরের প্রধান কার্যালয়ের নতুন সভাকক্ষে (টিসিবি ভবন, ১২তলা) পবিত্র জমজম কূপের পানি, রিয়াজুল জান্নাহ জায়নামাজ, আতর ও খেজুর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।