ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম। এ সময় তার পায়ে পরানো ছিল ডান্ডাবেড়ি।
আজ শনিবার বিকেল ৪টায় নিজ বাড়িতে নাজমুলের বাবা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোতালেব হোসেন মৃধার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব হোসেনের মৃত্যু হয়।
নিহত মোতালেব হোসেন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
স্থানীয়রা জানান, মোতালেব হোসেনকে গত ১৭ ডিসেম্বর মহিষকাটা আওয়ামী লীগের অফিস পোড়ানোর মামলায় অভিযুক্ত দেখিয়ে গ্রেপ্তার করে পুলিশ। নাজমুলের বড় ভাই রাসেল প্যারোলে মুক্তির আবেদন করলে কর্তৃপক্ষ নাজমুলকে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য মুক্তি দেয়।
স্থানীয়রা আরও জানান, জানাজা নামাজের সময়ও নাজমুলের পায়ে ডান্ডাবেড়ি পরা ছিল। বাড়িতে একটি জানাজায় নাজমুল অংশ নেয় কিন্তু সুবিধখালী সরকারি হাই স্কুল মাঠে হওয়া মূল জানাজায় তাকে অংশ নিতে দেওয়া হয়নি। বিকেল সাড়ে ৪টার দিকে বড় জানাজাটি হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শর্তসাপেক্ষে নাজমুলকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত তিনি মুক্ত থাকবেন। নিরাপত্তার কারণে তার ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি। বিকেল ৫টার মধ্যে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।