তেঁতুলিয়ায় ডায়রিয়া আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তালহা নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ভজনপুর ইউপির ভেলুপাড়া গ্রামে নিজ বাড়িতে শিশুটি মারা যায়।
ভজনপুরের ভেলুপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তাহেরের মেয়ে তালহা।
জানা যায়, গতকাল শুক্রবার রাতে তালহা ডায়রিয়ায় আক্রান্ত হলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আনার পর গভীর রাতে অবস্থার অবনতি ঘটে। পরে আজ সকালে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
পল্লী চিকিৎসক শাহিনুর রহমান শাহীন সাংবাদিকদের বলেন, ‘গতকাল শুক্রবার শিশুটিকে তার বাবা সর্দি-কাশি অবস্থায় নিয়ে আমার কাছে নিয়ে আসে। তারা জানান, ৫ থেকে ৬ বার পাতলা পায়খানা করেছে শিশুটি। সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। আবারও পায়খানা দেখা দিলে হাসপাতালে ভর্তি করার কথা বলি। কিন্তু সকালে শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসে আমার কাছে।’
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিনুল হক জানান, শীত মৌসুমে ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগ বৃদ্ধি পায়। বর্তমানে হাসপাতালে ৪৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে ১৭-১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত। এদের বেশিরভাগ শিশু। শীতজনিত রোগে সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।