৮.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে। এটিই চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। আজ শনিবার সকাল ৯টায় এই তাপমাত্রা পরিমাপ করে আবহাওয়া অধিদপ্তর।
স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নেমে যাওয়ার কারণে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ দশমিক ৮৫ কিলোমিটার। আগামী কয়েক দিন এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
পাহাড় থেকে নেমে আসা উত্তরীয় হিমেল বায়ু প্রবাহের কারণে শীত ও ঠাণ্ডায় দিনাজপুর জেলার সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠাণ্ডা শৈত্যপ্রবাহের ফলে জবুথবু হয়ে পড়েছে জীবনযাপন। বিশেষ কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তবে এ অবস্থায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন তারা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও প্রবীণরা।
এদিকে দিনাজপুরে ১৩টি উপজেলার ৩৩ লাখ মানুষের মধ্যে দরিদ্র ও ছিন্নমূলদের মধ্যে জেলা প্রশাসন এ পর্যন্ত ৫৪ হাজার কম্বল বণ্টন করেছেন। জেলা প্রশাসক সূত্রে জানা যায়, শীতের প্রকোপ বাড়ায় আরও ২০ হাজার কম্বল চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।