কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত, আহত ২

নিজস্ব প্রতিনিধি
১৩ জানুয়ারী ২০২৪, ১৬:২৪
শেয়ার :
কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত, আহত ২

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যান চাপায় কালাম হোসেন (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার দুপুরে উপজেলার চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে চন্দ্রা পিকনিক স্পট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের কলিমুদ্দিন সরকারের ছেলে কালাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কাজের সন্ধানে তিনজন দিনমজুর চন্দ্রা পাইকারি কাঁচাবাজারে আসেন। সেখান থেকে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে চন্দ্রা পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে যাচ্ছিলেন তারা। এমন সময় গাজীপুর থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কালাম নিহত হন। আহত দুজনকে সফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করেন। 

সালনা হাইওয়ে কোনাবাড়ি থানার‌ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, কাভার্ডভ্যান আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।