কোমরে শাড়ি বেঁধে ভবন থেকে নামতে গিয়ে নারীর মৃত্যু
রাজধানীর পান্থপথ এলাকার একটি সাত তলা ভবন থেকে কোমরে শাড়ি পেঁচিয়ে নামতে গিয়ে হামিদা রহমান (৬৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পান্থপথের ইস্টার্ন পান্থছাঁয়া ভবনে এ ঘটনা ঘটে।
হামিদা রহমানের ছেলের শ্বশুর ড. মজিবুর রহমান বলেন, স্বামীর মৃত্যুর পর হামিদা রহমান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি প্রায়ই বলতেন- তার স্বামী তাকে ডাকছে। গতকাল রাতে জানালার গ্রিল খুলে কোমরে শাড়ি বেঁধে নামার সময় শাড়ি ছিঁড়ে নিচে পড়ে মারা যান। পরে কলাবাগান থানায় খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নার্গিস আক্তার ঝরা বলেন, দুই বছর আগে হামিদা রহমানের স্বামী মজিবুর রহমান মারা যান। তারপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জানালার গ্রিল খুলে কোমরে শাড়ি বেঁধে নামতে যান। এ সময় শাড়ি ছিঁড়ে বাথরুমের ছাদের ওপরে পড়ে মারা যান হামিদা। খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?