নামাজ পড়ায় নয়নতারার সিনেমা বিতর্কের মুখে

বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৪, ১৪:৪৯
শেয়ার :
নামাজ পড়ায় নয়নতারার সিনেমা বিতর্কের মুখে

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার নয়নতারা। বিতর্কের মুখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নয়নতারা অভিনীত সিনেমা “অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড”। সিনেমাটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তোলা হয়েছে। সেই জের ধরে তার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের থানায় ‘অন্নপূরাণি’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শিবসেনার সাবেক এক নেতা। এ ছাড়াও দুটি অভিযোগ করেছেন ভারতীয় বজরং দল ও আইটি সেল।

ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। তার প্রেমিক ফারহানের চরিত্রে দেখা গিয়েছে তামিল তারকা জয়কে। ছোটবেলা থেকেই শেফ হওয়ার স্বপ্ন পুরোহিত পরিবারের মেয়ে অন্নপূরাণির। এই তাগিদেই রিয়ালিটি শোয়ে যোগ দেয় সে। কিন্তু ছবির একটি দৃশ্য নিয়েই সমস্যার সূত্রপাত।

বিরিয়ানি তৈরি করার আগে নয়নতারার চরিত্রকে নামাজ পড়তে দেখা যায়। কারণ যার কাছ থেকে অন্নপূরণি বিরিয়ানি শিখেছিল, তিনি এভাবে প্রার্থনা করেই রান্নায় হাত দিতেন। এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন রমেশ সোলাঙ্কি। প্রাক্তন এই শিবসেনা নেতা বর্তমানে বিজেপির সক্রিয় সদস্য। সোশাল মিডিয়ায় সিনেমার এই অংশের ভিডিও শেয়ার করে লেখেন, ‘হিন্দু পুরোহিতের মেয়ে ‘অন্নপূরণি- অন্নের দেবী’ বিরিয়ানি তৈরির আগে দোয়া পাঠ করছে।’

তিনিই মুম্বাইয়ের থানায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর করেছেন। এমন ছবি সেন্সরের ছাড়পত্র পাওয়াতেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর থিয়েটারে মুক্তি পায় অন্নপুরাণী। চার সপ্তাহের মধ্যেই ওটিটি-তে চলে আসে এই সিনেমা, তারপরই বিতর্ক মাথাচাড়া দেয়। এই সিনেমার বিরুদ্ধে মুম্বাইয়ে অভিযোগ করেছে বজরং দল এবং হিন্দু আইটি সেল।