এবার হুথিদের ওপর মিসাইল হামলা চালাল যুক্তরাষ্ট্র
ইয়েমেনে হুথিদের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।হামলার জন্য রাজধানী সানাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে- হুথিদের টিভি চ্যানেল আল মাসিরাহ্ আজ শনিবার ভোরে এমন খবর প্রকাশের কয়েক মিনিট পরেই এই হামলার খবর আসল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে হুথিদের ৩০টির মতো অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর এক দিন পরেই আবার নতুন করে এই হামলা চালানো হলো। অবশ্য হুথি বিদ্রোহীরা প্রথম হামলার পরেই পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এনবিসিকে বলেছেন, লোহিত সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল হামলাটি করা হয়েছে।
অন্যদিকে দুজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একটি রাডার সাইটকে টার্গেট করেছিল, যেটি সমুদ্রসীমায় জাহাজ পরিবহনের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই সতর্ক করে বলেছেন, হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে পণ্য পরিবহনে হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র যথাযথ জবাব দেবে।
বিবিসি জানিয়েছে, লোহিত সাগরে হুতিদের জাহাজ-হামলার সক্ষমতা নষ্ট করতে এই হামলা চালানো হয় বলে দাবি করছে ইঙ্গ-মার্কিন জোট। হামলাগুলো রাডার সিস্টেম, ড্রোন স্টোরেজ ও লঞ্চ সাইট, ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইট এবং ক্রুজ মিসাইল স্টোরেজ ও উৎক্ষেপণ অবস্থান লক্ষ্য করে চালানো হয়।
এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালানোর পর শুক্রবার জ্বালানি এবং স্বর্ণের দাম বেড়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৫ ডলার হয়েছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বাব আল-মান্দাব প্রণালির মাধ্যমে জ্বালানি সরবরাহের ওপর প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে প্রাকৃতিক গ্যাস ইউনিট প্রতি ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২ ডলার। স্বর্ণের দাম শূন্য দশমিক ৪৫ বা ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্স প্রতি ২০৩৭ ডলারে উন্নীত হয়েছে।
ইসরাইল গাজা উপত্যকায় হামলার পর থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েল পিছু না হটা পর্যন্ত হামলা চলবে বলে জানিয়েছে হুথিরা।