মোল্লাবাড়ি বস্তির আগুনে দগ্ধ নারীকে বার্ন ইউনিটে ভর্তি

ঢামেক প্রতিবেদক
১৩ জানুয়ারী ২০২৪, ১৩:৩৪
শেয়ার :
মোল্লাবাড়ি বস্তির আগুনে দগ্ধ নারীকে বার্ন ইউনিটে ভর্তি

রাজধানীর তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দগ্ধ নাজমা (২৫)  নামের এক নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘দগ্ধ অবস্থায় নাজমা (২৫) ও নজরুল (৪) নামে দুইজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নাজমাকে ভর্তি করা হয়েছে। তার শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

নাজমার স্বামী ওমর ফারুক কাওরান বাজার এলাকায় দিন মজুরের কাজ করেন। তার আরেক সন্তান নাজমুল হাসান (১০) মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার সময়ে সে মাদ্রাসায় ছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসপাড়া গ্রামে তাদের বাড়ি।

শুক্রবার দিনগত রাত ২টা ২৩ মিনিটে তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার, মিরপুরসহ আশ-পাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় ভোর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ‍দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।