স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মন্ত্রীর ১০০ কোটি টাকার মানহানি মামলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে নির্বাচিত সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার পক্ষে আবদুল জব্বার মামুন নামের এক আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে এ মামলা করেন। উবায়দুল মোকতাদির চৌধুরী নবগঠিত মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মামলায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরোজুর রহমান ওলিও আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখতে পেয়ে বাদীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করেছেন। তারই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর রাত ৮টার দিকে সদর উপজেলার সুহিলপুর বাজারে নির্বাচনী জনসভায় ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে বাদীকে ব্যক্তিগতভাবে হেয় করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দেন।
এদিকে, মন্ত্রী হওয়াল ওবায়দুল মোকতাদির চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার রাতে তার ঢাকার বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফিরোজুর রহমান ওলিও।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মামলার বিষয়ে ফিরোজুর রহমান ওলিও বলেন, ‘মামলা করার আগে তিনি (ওবায়দুল মোকতাদির চৌধুরী) উকিল নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু নির্বাচনে ব্যস্ত থাকার কারণে সেদিকে মনোনিবেশ করতে পারিনি। যেহেতু তিনি মামলা করেছেন আইনিভাবে জবাব দেব।’
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরোজুর রহমান ওলিও। নির্বাচনে উবায়দুল মোকতাদির চৌধুরী নৌকা প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৮৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আর কাঁচি প্রতীকে ৬৪ হাজার ৩৭ ভোট পান ফিরোজুর রহমান ওলিও।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?