৩ দিনেও সূর্যের দেখা মেলেনি ফুলবাড়ীতে

ফুলবাড়ী প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৪, ১৮:০৫
শেয়ার :
৩ দিনেও সূর্যের দেখা মেলেনি ফুলবাড়ীতে
ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। সকাল গড়িয়ে মধ্য দুপুরেও দেখা মেলেনি সূর্যের। একই অবস্থা ছিল গত বুধ ও বৃহস্পতিবার। একইসঙ্গে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

আজ সরেজমিনে দেখা যায়, জেলার ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রার কারণে ও ঘন কুয়াশায় যবুথবু হয়ে পড়েছে স্বাবাভিক জীবনযাত্রা। গত দুইদিন বুধ ও বৃহস্পতিবার যেমন সারাদিনেই সূর্যের দেখা মেলেনি; তেমনি আজও সূর্যের দেখা মেলেনি এই উপজেলায়। এর ফলে কোথাও কোথাও দিনের বেলাও আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন দরিদ্র মানুষেরা। পাশাপাশি অসহায় ছিন্নমূল মানুষদের ভিড় লক্ষ্য করা গেছে ফুলবাড়ী পৌর শহরের উর্ব্বশী সিনেমা হলের পিছনে ও সমানের কমদামী গরম কাপড়ের দোকানগুলোতে।

গত তিনদিন থেকে শীত আর হিমেল বাতাসে সবচেয়ে কষ্টে পড়েছেন দিনমজুর, ক্ষেতমজুরসহ কর্মজীবী মানুষ। রাতে গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সকালে কাজের সন্ধানে ছুটে চলা মানুষ পড়েছেন চরম ভোগান্তির মুখে। প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্নআয়ের মানুষ।

উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের বর্গাচাষী মোকছেদ আলী বলেন, ‘দুইদিন থেকে খুব ঠাণ্ডা। কাজে বের হতে ইচ্ছে করছে না তারপরও সামনেই ইরি-বোরো চাষ মৌসুম মাঠে যেতেই হবে। ঠাণ্ডায় হাত-পা কুঁকড়ে আসছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ৯৭ শতাংশ এবং বাতাসের গতি শূন্য তিন নটস। তবে রাতে তাপমাত্রা আরও কমতে পারে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, ‘আমরা দুই দফায় ৪ হাজার ১৬০টি কম্বল পেয়েছি, যা ইতোমধ্যেই উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণ করা হয়েছে। জেলায় আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। পেলেই বিতরণ করা হবে।