কুকুরের কামড়ে আহত ১১

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৪, ১৬:২৭
শেয়ার :
কুকুরের কামড়ে আহত ১১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিশু ও নারীসহ ১১ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. তারেক (৬০), মো. আহসান (১১), মো. শফি (৩৬), অজিত দাশ ( ৫৬), মো. বখতেয়ার (৪২), আমির হোসেন (১২), আজম (৬৫), হাসান (৩), সুমাইয়া (১৯), সানজানা (২৪) এবং ছামেরা (৫)।

আহতদের মধ্যে মো. তারেক, মো. আহসান ও শো. শফির আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রামের সীতাকুণ্ডু ফৌজদারহাট বিশেষায়িত হাসাপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবেনা নাছরিন বলেন, পাগলা কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছে। তার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফৌজদারহাট বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

পৌর প্রশাসক আবু রায়হান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া কুকুরের কামড়ে আহতদের পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়া হবে।