মতিঝিলে ভবন থেকে পড়ে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১২ জানুয়ারী ২০২৪, ১৩:৪২
শেয়ার :
মতিঝিলে ভবন থেকে পড়ে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির ৯ তলা ভবন থেকে পড়ে মোছা. হামিদা আক্তার (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন দাবি করেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি আট তলার বেলকনি থেকে লাফিয়ে পড়ে মারা যান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ওই নারীর মানসিক সমস্যা ছিল। তাকে চিকিৎসা করানো হত। ওই বাসায় হামিদার মা থাকত। তার বাবা অনেক আগেই মারা গেছেন।

তিনি আরও বলেন, হামিদা নিজে লাফিয়ে পড়েছে নাকি অনিচ্ছাকৃত নিচে পড়ে গেছেন সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।