যে টাওয়ারের কাছে হার মানছে বুর্জ খলিফাও
আর বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল ভবন থাকছে না বুর্জ খলিফা। দুবাইয়ের এই আকাশচুম্বী ভবনের চেয়েও প্রায় ২০০ মিটার উঁচু টাওয়ার তৈরি হচ্ছে সৌদি আরবে।
সৌদি আরবের নির্মিতব্য এই ভবনের নাম দেওয়া হয়েছে জেদ্দা টাওয়ার, কিংডম টাওয়ারও বলা হচ্ছে একে।
২০১০ সালে নির্মাণ কাজ শেষ হওয়া বুর্জ খলিফাই এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন। এর উচ্চতা ৮২৮ মিটার। তবে কিংডম টাওয়ারের উচ্চতা হবে এক কিলোমিটার বা এক হাজার মিটার।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জেদ্দা ইকোনমিক কোম্পানির বানানো এই ভবনটি অত্যন্ত বিলাসবহুল হবে। থাকবে প্রচুর অফিস ও আবাসিক বাড়ি। ভবনটি জেদ্দার উত্তর দিকে লোহিত সাগর বরাবর স্থানে অবস্থিত হবে।
ভবনটির প্রাথমিক উচ্চতা ১.৬ কিলোমিটার (১ মাইল) প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ভৌগলিকভাবে সেখানে এই উচ্চতার টাওয়ার তৈরি সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। এরপর উচ্চতা কমিয়ে এক কিলোমিটারে আনা হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
১৭০ তলাবিশিষ্ট ভবনটির প্রাথমিক নির্মাণ ব্যয় ৪ দশমিক ৬ বিলিয়ন সৌদি রিয়াল (১ দশমিক ২ বিলিয়ন ডলার) ধরা হলেও শেষ পর্যন্ত তা আরো অনেক বাড়বে। টাওয়ারটি তৈরি করতে ৮০ হাজার টন ইস্পাতের প্রয়োজন হবে। ভবনটির নকশা করেছেন বুর্জ আল খলিফার নকশাবিদ মার্কিন স্থপতি আদ্রিয়ান স্মিথ।