গহীন অ্যামাজনে মিলল হাজার বছরের পুরোনো শহর

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারী ২০২৪, ১২:০১
শেয়ার :
গহীন অ্যামাজনে মিলল হাজার বছরের পুরোনো শহর

অ্যামাজনের গহীন অরণ্যে হাজার বছর পুরোনো এক প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। গাছপালার আড়ালে ঢাকা পড়ে ছিল এই বিশাল শহরটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রত্নতাত্ত্বিকরা বলেন, এই আবিষ্কারের ফলে এই অরণ্য নিয়ে আমাদের এত দিনের জানাশোনার পরিবর্তন ঘটবে।

গবেষকদের ধারণা এই শহর আড়াই হাজার বছর আগে তৈরি করা হয়েছিল। এক হাজার বছর ধরে তারা এখানে বসবসা করতেন। ১০ হাজার থেকে এক লাখ মানুষের বাস ছিল শহরটিতে।

ইকুয়েডরের পূর্বাঞ্চলে সন্ধান পাওয়া এই শহরের বাড়িগুলো খাল ও রাস্তা দিয়ে সংযুক্ত। এখানে একটি আগ্নেয়গিরিও ছিল। মাটি ছিল উর্বর। তবে কালের পরিক্রমায় হারিয়ে যায় শহরটি।

গবেষকরা বলেন, ‘আগে আমরা ধারণা করতাম এখানকার মানুষরা ছোটো খুপড়ি ঘরে থাকতো। কিন্তু নতুন এই আবিস্কার আমাদের ধারণা পাল্টে দিয়েছে। অ্যামাজনের যেকোনো আবিস্কারের চেয়ে এটি অনেক পুরোনো।

অধ্যাপক স্টিফেন রোসটাইন বলেন, আমরা অ্যামাজনের সংস্কৃতিকে যেভাবে জানতাম তাপাল্টে যাচ্ছে। আমরা ভাবতামম এখানকার মানুষরা হয়তো কাপড় পরতো না, ছোট ঘরে থাকতো। কিন্তু এই শহর বলে দিচ্ছে প্রাচীন মানুষেরাও যথেষ্ট ‘আধুনিক’ ছিল।