ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৪, ০৯:৪০
শেয়ার :
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত ১টা থেকে এই দুই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরেই কুয়াশার প্রকোপ শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় শাহ আলী নামের ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরিটি নোঙর করে রাখা হয়। দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার প্রকোপ কেটে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।