শুক্রবার কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সকাল ১০টায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেয়র আতিকুলের কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সুরের ধারা ও ডিএনসিসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘পৌষ উৎসব-১৪৩০’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র মো. আতিকুল ইসলাম। সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুরে বেড়িবাঁধ ভাঙা মসজিদ সংলগ্ন রামচন্দ্রপুরে এ উৎসব অনুষ্ঠিত হবে।
র্যাবের কর্মসূচি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের পাশ থেকে চোখ উপড়ানো মরদেহ উদ্ধারের ঘটনায় মৃতদেহের পরিচয় শনাক্ত এবং ০৪ জনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতসহ গ্রেপ্তার করেছে র্যাব-১। এ বিষয়ে বেলা ১১টায় কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
গণতন্ত্র মঞ্চের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নতুন নির্বাচনের দাবিতে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।
গণ অধিকার পরিষদের কর্মসূচি:
বিকেল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে মিছিল করবে গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর)।
জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি:
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি রয়েছে।