ভূমিসেবায় দুর্নীতি নির্মূলে কাজ করব: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র
ভূমিসেবাকে দুর্নীতি মুক্ত করে জনগণের জন্য আধুনিক ভূমিসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আজ শপথ গ্রহণের পর আমাদের সময়কে তিনি এসব কথা বলেন।
নতুন ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের কাজের পরিধি ব্যাপক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এ কাজের ভার দিয়েছেন। ভূমিসেবা ডিজিটাইজেশন হয়ে এখন স্মার্ট ভূমিসেবার কাজ চলছে। এটাকে আরও ব্যাপকভাবে জনবান্ধব করে তুলতে হবে। পুরোপুরিভাবে কাজটা সম্পন্ন হলে ভূমিসেবার দুর্নীতিও নির্মূল হবে এবং সেই কাজটাই করতে চাই।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে নারায়ণ চন্দ্র চন্দকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নারায়ণ চন্দ্র চন্দের জন্ম ১৯৪৫ সালের ১২ মার্চ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও এম এ পাস করেন। ১৯৭৩ সালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ছয়বার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়রম্যান ছিলেন। ১৯৯৬ সালের শুরুতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মো. সালাহউদ্দিন ইউসুফের মৃত্যুর পর উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।