তথ্য মন্ত্রণালয় পেলেন আরাফাত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। মন্ত্রণালয়টিতে কাউকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেন মোহাম্মদ আলী আরাফাত। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে মোহাম্মদ আলী আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীকে ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ এ আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা বাংলাদেশের আইনুল হক পেয়েছেন ১ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।
আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত আছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?