বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হলেন ইয়াফেস ওসমান
সরকারের নতুন মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান। তিনি দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার রাতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
স্থপতি ইয়াফেস ওসমান সর্বশেষ মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি পদত্যাগ করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ ছাড়াও তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।