‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষ’ এর কবলে ইকুয়েডর
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর গৃহযুদ্ধের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া বলেছেন, ইকুয়েডর ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষের’ মধ্যে আছে।
গতকাল বুধবার বন্দর শহর গুয়াকিলের একটি পাবলিক টেলিভিশন স্টেশনে একটি স্টুডিওতে সরাসসরি সংবাদ চলাকালীন বন্দুক ও বিস্ফোরক নিয়ে সজ্জিত মুখোশধারী একদল মানুষ সেখানে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পরে প্রেসিডেন্ট এই ঘোষণা দেন।
কুখ্যাত মাদক গ্যাং লস চোনেরোসের নেতা অ্যাডলফো ম্যাকিয়াস পালিয়ে যাওয়ার পর এই সংকট শুরু হয়। এরপর দেশজুড়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে এবং ইকুয়েডর জুড়ে অসংখ্য বোমা বিস্ফোরিত হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, লস লোবোস গ্রুপের আরেক মাদক পাচারকারী নেতা ফ্যাব্রিসিও কোলন পিকো রিওবাম্বা শহরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে।
বছরের পর বছর ধরে ইকুয়েডর সহিংসতায় জর্জরিত। এক সময়ের শান্তিপূর্ণ দেশটি দক্ষিণ ও উত্তর আমেরিকার মধ্যে কোকেন পাচারের প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস