ইভ্যালির পুরনো অর্ডারগুলোর কী হবে, জানাবেন রাসেল
পুরাতন অর্ডার সরবরাহ করাসহ নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। আগামী শনিবার বিকেল ৪টায় অনলাইনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনারা ইতিমধ্যে জেনেছেন, দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নতুন করে কার্যক্রম শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমরা একটি আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। একই সঙ্গে গ্রাহকদের এবং বিভিন্ন গণমাধ্যমের অনেক প্রশ্নেরই আমরা সম্মুখীন হয়েছি। যেমন পুরাতন অর্ডারের ব্যাপারে পদক্ষেপ কী হবে, রিফান্ড কবে পাওয়া যাবে, পুরাতন চেকগুলোর কী হবে, নতুন ব্যবসায়িক পরিকল্পনা কী ইত্যাদি। এ সব প্রশ্নসহ আপনাদের অন্যান্য প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা একটি অনলাইন প্রেস কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ‘আগামী শনিবার, (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন অংশগ্রহণ করতে আগ্রহীদের নিজের নাম, পদবী ও প্রতিষ্ঠানের নাম pr@e-valy.com ঠিকানায় ই-মেইল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ফিরতি ই-মেইলে প্রেস কনফারেন্স সংশ্লিষ্ট তথ্য এবং লিংক পাঠিয়ে দেওয়া হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?