পাপুয়া নিউ গিনিতে সংঘর্ষ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারী ২০২৪, ১২:৫৮
শেয়ার :
পাপুয়া নিউ গিনিতে সংঘর্ষ, নিহত ৮

পাপুয়া নিউ গিনির রাজধানী মোরেসবি বন্দরে বড় ধরনের দাঙ্গা ও বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই দাঙ্গায় বেশ কয়েকটি গাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বুধবার দেশটির মন্ত্রিসভায় সরকারি কর্মচারীদের বেতন ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হলে এই দাঙ্গা শুরু হয়। সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, শহর জুড়ে ব্যাপক বিক্ষোভ ও লুটপাটের সাথে অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু ভবনে। যার মধ্যে একটি বড় শপিং কমপ্লেক্স ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেন প্রেসিডন্ট জেমস মারাপে। তিনি বলেন, আইন ভঙ্গকারীদের কোনোভাবে সহ্য করা হবে না। আইন ভেঙে কিছু অর্জন করা যায় না।

গতকাল বুধবার রাতে হওয়া দাঙ্গায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে বলে স্বীকার করে জেমস মারাপে বলেন, ‘এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।’ আইশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।