হঠাৎ টিকটক অফিসে অপূর্ব
অবসর পেলেই দেশ-বিদেশ ঘুরে বেড়ান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। কিছুদিন আগে কাজের ব্যস্ততাকে পাশ কাটিয়ে এই অভিনেতা উড়াল দেন দুবাইয়ে। ছুটে যান টিকটকের প্রধান কার্যালয়েও। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অপূর্ব নিজেই।
গতকাল বুধবার ফেসবুকে ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘এই চমৎকার পরিবেশে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহূর্ত ছিল। তোমাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগল। সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার দেখা হবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে সম্প্রতি কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন অপূর্ব। নাম ‘চালচিত্র’। নির্মাণ করছেন প্রতীম ডি গুপ্ত। থ্রিলার গল্পে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন রাইমা সেন, টোটা রায় চৌধুরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস, শান্তনু মহেশসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সিনেমার গল্পে দেখা যাবে, কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে আছেন দক্ষ অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। যিনি একটি মামলার তদন্ত করতে গিয়ে ১২ বছর আগের পুরোনো একটি মামলার সঙ্গে মিল খুঁজে পান। পেশার সঙ্গে সঙ্গে ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’