সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু

রাজবাড়ী প্রতিনিধি
১১ জানুয়ারী ২০২৪, ১২:০০
শেয়ার :
সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু

ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কমে গেলে আজ বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় উভয় ঘাটে বেশ কিছু যানবাহন আটকা পড়ে ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম ভুইয়া জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।