নির্বাচকদের নজরে তামিম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে আছেন তামিম ইকবাল। বাংলাদেশের জার্সিতে কবে মাঠে নামবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। তবে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলবেন তামিম। গত বছরের ২৭ নভেম্বর বনানীতে নিজের বাসার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেনÑ সামনের বিপিএল দিয়ে খেলায় ফিরতে চান। তামিম বলেছিলেন, ‘আমি হয়তো বিপিএল থেকেই আমার ক্রিকেট খেলাটা শুরু করব। শুরু করার পর আপনারা আরও পরিষ্কারভাবে জেনে যাবেন কী হচ্ছে না হচ্ছে।’
তামিম গত বিপিএলে খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে। এবার তার নতুন ঠিকানা ফরচুন বরিশাল। সাকিব বরিশাল ছেড়ে রংপুরে পাড়ি জমিয়েছেন। তার জায়গায় আইকন ক্রিকেটার হিসেবে তামিমকে নিয়েছে বরিশাল। গত ৫ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করেছেন এই বঁহাতি। বিপিএলে তামিম কেমন করেন সেদিকে নজর রাখবেন জাতীয় দলের নির্বাচকরা। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সবসময়ই তাকে খেলতে দেখতে চাইব। ও খেললে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন, যাদের অনেক কিছু শেখার আছে। অনেক কিছু দেখার আছে। ইনজুরি কাটিয়ে এখন খেলবে, এটা দেখার অপেক্ষায় আছি কেমন খেলে।’
পিঠের পুরনো ইনজুরিতে গত বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ^কাপে খেলা হয়নি তামিমের। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে। আর টেস্ট খেলেছেন এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। সম্প্রতি ব্যক্তিগত সফরে দুবাই গিয়েছিলেন তামিম। সেখান থেকে গত ৩ জানুয়ারি ঢাকায় ফিরেছেন তিনি। এর পর থেকেই অনুশীলন শুরু করেছেন। বিপিএল সামনে রেখেই তার প্রস্তুতি। গতকাল ইনডোর ক্রিকেট সেন্টারে ব্যাটিং সেশনে ঘাম ঝরিয়েছেন বরিশালের ওপেনার। তামিমের ব্যাটিং সেশন পর্যবেক্ষণ করেন কোচ মিজানুর রহমান বাবুল। এদিন তামিম ছাড়াও নেটে ঘাম ঝরান মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। তিনজনই বিপিএলে বরিশালের হয়ে খেলবেন। মিনহাজুলের আশাÑ এবারের বিপিএলে সিনিয়র ক্রিকেটাররা নিজেদের মেলে ধরবেন। তিনি বলেন, ‘ওরা তো পেশাদার ক্রিকেটার। ওরা নিজেকে নিজেদের মতো তৈরি করছে। একটা টুর্নামেন্ট পুরোপুরি না গেলে তো বুঝতে পারবেন না কোন অবস্থানে আছে। বিপিএলটা অনেক বড় টুর্নামেন্ট। আশা করছি সবাই নিজেদের মেলে ধরবে।’
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
মাঠের বাইরের বিভিন্ন বিষয় খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেলে। মিনহাজুল আবেদীনের আশাÑ ক্রিকেটাররা খেলার দিকেই পূর্ণ মনোযোগ দেবে। তাদের কাজ মাঠে পারফরম্যান্স করা, সেটাই করার চেষ্টা করবে। তিনি বলেন, ‘যে যেখানে সুযোগ পাবে নিজের পারফরম্যান্সটা দিতে হবে এবং সেরাটা খেলতে হবে। এটা হচ্ছে ওদের দায়িত্ব। কোথায় কী হচ্ছেÑ এসব নিয়ে চিন্তা করা ওদের দায়িত্ব নয়।’
আধুনিক সব প্রযুক্তি দিয়ে এবারের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। বিশেষ করে ৩৪-৩৬টি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করেছে। এ ছাড়া টুর্নামেন্টের শুরু থেকেই ডিআরএস প্রযুক্তি যেন থাকে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান নির্বাচকের আশাÑ এবারের বিপিএল হবে ‘বিতর্কমুক্ত’। তিনি বলেন, ‘এবছর সব প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে। আশা করছি ভালোভাবেই শেষ হবে।’
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র