২ মাস ১৩ দিন পর খুলছে বিএনপির নয়া পল্টনের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী ২০২৪, ২৩:০৬
শেয়ার :
২ মাস ১৩ দিন পর খুলছে বিএনপির নয়া পল্টনের কার্যালয়

অবশেষে ২ মাস ১৩ দিন পর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় খুলতে যাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এতে বক্তব্য রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আরও উপস্থিত থাকবেন, স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

জানা গেছে, সম্প্রতি দলের স্থায়ী কমিটির সভায় এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে তালাবদ্ধ রাজধানীর নয়াপল্টন বিএনপির প্রধান কার্যালয়ের খোলার সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পর থেকে নয়াপল্টন প্রধান কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির কার্যালয় বন্ধ ছিল। 

গত ৮ জানুয়ারি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় খুলে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা।

গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং পরদিন থেকে ক্রাইম সিন স্টিকার দিয়ে ঘেরাও করে রাখে বেশ কিছু দিন।

 দুই দিন পর কার্যালয়ের দুই পাশে কাঁটাতারের ব্যারিকেড বসায় পুলিশ। কার্যালয়ের সামনের ফুটপাত দিয়েও সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে তারপর থেকে বিএনপির কোনো নেতাকর্মী কার্যালয়মুখী হননি। তবে দ্বাদশ নির্বাচনের পর থেকে সে অবস্থায় শিথিলতা আনা হয়।