এআই দিয়ে সৃজনশীলতা বাড়াতে চান অরিজিৎ সিং
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) নিয়ে চারদিকেই এখন চর্চা চলছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। জানালেন, বিজ্ঞানের এই দান নিয়ে তার ভাবনার কথা।
দ্য মিউজিক পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শিল্পী জানান, এআই-কে মোটেও কোনো হুমকি হিসেবে দেখছেন না তিনি। বরং এটিকে একটি টুলস হিসেবে দেখছেন। যার মাধ্যমে সৃজনশীলতা বাড়ানো যেতে পারে। আগামীতে তিনি তার কাজে কীভাবে এআই-কে ব্যবহার করবেন, তার কণ্ঠের পেটেন্ট আনবেন।
তার কথায়, ‘আমি যদি এখন এআই এর বিষয়ে না জানি, তাহলে আমি পিছিয়ে পড়ব। এআই শেষ পর্যন্ত একটা ফিড। যারা এটি ব্যবহার করে কিছু বানাচ্ছেন তারা জানেন, তারা তাতে কোন তথ্য দিচ্ছেন। এটা অনেকটা মানুষের মতোই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তবে এআই’র বিপুল সম্ভাবনার পাশাপাশি কিছু নেতিবাচক দিকও আছে বলে জানান এই গায়ক।
অরিজিৎ সিংয়ের কথায়, ‘এআই-কে সাধারণভাবে দেখলে একটা থ্রেট। পৃথিবীর সমস্ত মানুষের মত এখানে বিভিন্ন ধরন আছে। মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিংসহ সব কিছুই তার ফিডে আছে। আর সমস্ত প্রযুক্তি অগ্রগতির কিছু সুবিধা-অসুবিধা থাকবেই।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষে এই গায়কের কথা, ‘আমি অডিও এবং ভোকালের ক্ষেত্রে অনেক সময়ই এআই ব্যবহার করে থাকি। আমার কণ্ঠে এটা কাজ করেছে। আমাদের একটা পেটেন্ট বানাতে হবে, সেটার জন্য আমাদেরও প্রস্তুত থাকা প্রয়োজন। কেউ যদি আমার কণ্ঠ ব্যবহার করেন তাহলে আমি সেটার জন্য অনুমতি দিতে প্রস্তুত। আমার কোনো অসুবিধা নেই।’