নিরাপত্তা প্রহরীকে খুন করে পুঁতে রাখা হয় মরদেহ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে নিখোঁজের পাঁচদিন পর মাটি খুঁড়ে ফেরদৌস আলী (১৮) নামে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার মাটি খুড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে ফেরদৌস। তিনি আরকে টেক্সটাইল মিলে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। কারখানায় চুরি রোধ করতে গিয়ে চোরের হাতে খুন হন তিনি। এ ঘটনায় চোর মামুন হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারের বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে কাজে যান ফেরদৌস। রাতে ঘোড়শাল গ্রামের চোর মামুন কারখানায় চুরি করতে গেলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার মাথায় আঘাত করে মুখে কম্বল চাপা দিয়ে হত্যা করেন। পরে মরদেহ কারখানাতে পুঁতে ফেরদৌসের মোবাইল নিয়ে যান মামুন। এরপর সকাল হয়ে গেলেও না ফেরায় কারখানায় গিয়ে খোঁজ নেন তার পরিবার। সেখানেও না পেয়ে থানায় অভিযোগ করেন।
ওসি আরও জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী আরকে টেক্সটাইল মিলসের ভেতরে মাটির নিচে পুতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।