নির্বাচনের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৪, ১৬:৪৪
শেয়ার :
নির্বাচনের পর প্রথম জনসভায় শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল ৪টার দিকে সভাস্থলে উপস্থিত হন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এটিই তার প্রথম জনসভা।

আজ দুপুর থেকে বিভিন্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে প্রবেশ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এসেছেন সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায়। ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারাও ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে এসেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফেরেন। দিনটিকে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৮টি আসনের ঘোষিত ফলে দেখা গেছে ২২২টি আসন পেয়েছে দলটি। সংসদ সদস্য হিসেবে আজ আওয়ামী লীগ, অন্যান্য দলীয় ও স্বতন্ত্রভাবে নির্বাচিতরা শপথগ্রহণ করেছেন।