বইমেলায় ভাবনার ‘কাজের মেয়ে’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন সিনেমাতেও। ব্যক্তিজীবনে বেশ স্বাধীনচেতা মানুষ ভাবনা। অভিনয়ের পাশাপাশি তার ছবি আঁকার হাতও বেশ। লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন বহু আগে।
তারই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই নিয়ে হাজির হচ্ছেন ভাবনা। এবার আসছে উপন্যাস, নাম ‘কাজের মেয়ে’। এটি প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। বইটির প্রচ্ছদ করেছেন আসাদুজ্জামান সোহেল।
ভাবনার কথায়, ‘প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়, আমার শিল্পের হাত কেঁড়ে নেয় আছে সাধ্য…! আমার উপন্যাস “কাজের মেয়ে” আসছে এই বইমেলায়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ইতিমধ্যেই ভাবনার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এগুলো হলো- ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ ও কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, সম্প্রতি ভাবনা ‘এক্সকিউজ মি’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। এটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য নির্মাতা রায়হান খান। যেখানে ভাবনার বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে। এছাড়াও বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস অবলম্বনে। এর কেন্দ্রীয় চরিত্র আনজুমের ভূমিকায় দেখা যাবে ভাবনাকে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’