দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল স্ত্রীর মরদেহ

গাজীপুর প্রতিনিধি
১০ জানুয়ারী ২০২৪, ১৬:২৮
শেয়ার :
দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল স্ত্রীর মরদেহ

গাজীপুরের টঙ্গীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মুদাফা বাগ বাড়ি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার পর থেকেই ওই নারীর স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

নিহত আসমা আক্তার (৩৫) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গান্দরগান্দা গ্রামের মো. ইমান আলীর মেয়ে। পলাতক স্বামী আমিনুল ইসলাম (৪২) একই থানার সাউথপাড়া গ্রামের পানজোর আলীর ছেলে। তারা মুদাফা বাগ বাড়ি এলাকার জনৈক হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্বজন হালিমা খাতুন জানান, স্বামী আমিনুল সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। গতকাল মঙ্গলবার কারখানা থেকে বেতন পান আসমা। বেতনের টাকা নিয়ে রাতে আসমার সঙ্গে ঝগড়া হয় আমিনুলের। পরে ভোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান আমিনুল।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, আমিনুলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।