প্রবাসী ছেলের বউয়ের বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে শাশুড়ি তহুরা বেগমকে (৫০) হত্যার অভিযোগে প্রবাসী ছেলের বউ আইরিন আক্তারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত আইরিনকে আটকের পর হত্যার মামলায় গ্রেপ্তার দেখায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত আইরিন আক্তারের সঙ্গে দুই মাস আগে নিহতের ছেলে রাসেলের বিয়ে হয়। ৯ দিন আগে কাজের জন্য মালয়েশিয়া চলে যান রাসেল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চার্জার লাইট দিয়ে শাশুড়ি তহুরা বেগমের মাথায় আঘাত করেন আইরিন। এতে তাহুরা বেগম মারা যান। ঘটনা দেখে ফেলায় শ্বশুর সোনামুদ্দিনকেও আঘাত করে আইরিন।
সিংগাইর থানার উপপরিদশর্ক (এসআই) এনামুল হক বলেন, উপজেলার জাশশা ইউনিয়নের ছোট ররুন্ডী এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় দুজনকে আসামি করে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গৃহবধূ আইরিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার লাল মদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।