সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বুধবার জনসভা করছে আওয়ামী লীগ। এতে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন দলের নেতাকর্মীরা। জনসভায় সভাপতির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ দুপুর থেকে বিভিন্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে প্রবেশ করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে আসছেন সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায়। ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারাও ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে আসছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফেরেন। দিনটিকে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।