‘সবাই বিয়ে করছে, আর আমার শৈশব কাটতেই চাইছে না’

বিনোদন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৪, ১৪:৫৩
শেয়ার :
‘সবাই বিয়ে করছে, আর আমার শৈশব কাটতেই চাইছে না’

টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখার্জি কবে বিয়ে করবেন? এই প্রশ্ন বহু বছর ধরে শুনে আসছেন এই নায়ক-নায়িকা। কিন্তু সে কথায় কোনো কানই দিতে রাজি নন তারা। নিজেদের মতো করে উপভোগ করছেন তাদের জীবন। 

কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বনি সেনগুপ্ত  কৌশানী মুখার্জি। সুযোগ পেলেই দুজনে একান্তে সময় কাটাতে উড়াল দিচ্ছেন এদিক-ওদিক। সেসব ছবি সামাজিক মাধ্যমে নিয়মিত প্রকাশ করছেন তারা। 

এদিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের খবর জানতে মুখিয়ে আছেন অনুরাগীরা। ঘুরেফিরে কেবল একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন বনি-কৌশানি?

তবে এবার বিয়ে নিয়ে মুখ খুললেন কৌশানি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, একটি স্লিপ থেকে গড়িয়ে নামছেন নায়িকা। বাচ্চাদের মতো নানা খেলায় মজেছেন। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না। ছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতিসহ আরও অনেকে।

ক্যাপশনে কৌশানি লিখেছেন, ‘এদিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্যদিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি।’

কৌশানির ভিডিও দেখে ভরে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। ভালো-মন্দ সব ধরনের কথা বলেছেন তারা।

২০২৩ সালে প্রথমবার ওয়েব সিরিজে কৌশানিকে দেখেন দর্শক। শেষ তাকে দর্শক দেখেছিল ‘ডাল বাটি চুরমা’ ছবিতে।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি নতুন ছবির কাজ শুরু করবেন কৌশানি। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। এতেও দেখা যাবে বনির সঙ্গে জুটি বাঁধবেন তিনি।