আনুষ্ঠানিকভাবে আ. লীগে যোগ দিলেন কবির বিন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারী ২০২৪, ১০:০০
শেয়ার :
আনুষ্ঠানিকভাবে আ. লীগে যোগ দিলেন কবির বিন আনোয়ার

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আজ বুধবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ সকালে শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন কবির বিন আনোয়ার। এ সময় প্রধানমন্ত্রী দলের প্রাথমিক সদস্য পদের ফরম তার হাতে তুলে দেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। 

এর আগে সদ্যঃসমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কাজে সম্পৃক্ত হয়েছিলেন কবির বিন আনোয়ার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির কাজ তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছিলেন বলে জানা গেছে।

কবির বিন আনোয়ার দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।এলপিআর (লিভ প্রিপারেশন ফর রিটায়ারমেন্ট বা অবসর প্রস্তুতিমূলক ছুটি) এর মেয়াদ শেষে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিলেন তিনি।

সিরাজগঞ্জের সন্তান কবির বিন আনোয়ার ১৯৮৫ ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি কর্মজীবনে তিনবার জনপ্রশাসন পদক ও দুবার বঙ্গবন্ধু ডিজিটাল অ্যাওয়ার্ড অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্রলীগ থেকে নির্বাচিত সভাপতি ছিলেন। তার মা ও বাবা দুজনই মুক্তিযোদ্ধা।

কবির বিন আনোয়ার একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি সরকারি কর্মকর্তা, যিনি ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

কবির বিন আনোয়ার সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস-এর পরিচালনা পর্ষদের চেয়ারপারসন। তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মাত্র ১৯ দিন দায়িত্ব পালন করেন।