নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না: ইইউ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
০৯ জানুয়ারী ২০২৪, ২১:২৪
শেয়ার :
নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না: ইইউ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না বলে জানালেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবোবে এ তথ্য জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চার্লস হোয়াইটলি বলেন, ‘এখনই নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি বিবৃতি ইস্যু করা হবে।’

পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে আরও অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। এ ছাড়া বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ বিশিষ্টজন ও গণমামাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি উল্লেখ করে নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করে।

অন্যদিকে, যুক্তরাজ্যও এ বিষয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে যুক্তরাজ্য জানিয়েছে, নির্বাচনে সব দল নির্বাচনে অংশ নেয়নি, সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।