রাজবাড়ীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
কথাকাটাকাটির জের ধরে রাজবাড়ীতে যুবলীগ নেতা আসিফুর রহমান আলমগীরকে (৩৫) কুপিয়ে জখম করা হয়েছে। অভিযোগ উঠেছে- রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর কয়েক সমর্থক সোহাগ, রিপন, এরশাদ ও সাজিদ তাকে কুপিয়ে জখম করেছেন। নির্বাচনে আসিফুরও কেরামত আলীর সমর্থক ছিলেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আসিফুর রহমান আলমগীর বারবারকপুর গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে। তিনি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
আহত আসিফুরের অভিযোগ, ‘গতকাল সোমবার রাতে মোবাইলে এরশাদের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। সকাল সাড়ে ১০টায় বারবাকপুর বাজারে সোহাগ, রিপন, এরশাদ, সাজিদসহ একদল যুবক মোটরসাইকেলে এসে প্রথমে আমাকে হেলমেট দিয়ে আঘাত করে, এরপর পিঠের নিচের দিকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।’
রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান বলেন, ‘ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে প্রকাশ্যে দিবালোকে হামলাকারীদের কিছু নাম এসেছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। কেন এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।’
এ বিষয়ে আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক বলেন, ‘কারা জড়িত ছিল বিষয়টি এখনও সন্দেহ রয়েছে। সাজিদ নামে যে ছেলেটির নাম বলেছে সে ট্রাক চালক। আসিফুর সন্দেহ করে তার নাম বলেছে।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। হামলাকারী ও হামলার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।’