দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারী ২০২৪, ১৫:৫৬
শেয়ার :
দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এতে করে মাংস বিক্রির উদ্দেশ্যে কোনো কুকুরকে লালন-পালন ও হত্যা করা হলে তা অপরাধ বলে গণ্য হবে দেশটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

দক্ষিণ কোরিয়ায় শত শত বছর ধরে কুকুরের মাংস খেয়ে আসছে বাসিন্দারা। এটি তাদের শতবর্ষী ঐতিহ্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সংস্কার থেকে অনেকটাই বেরিয়ে এসেছে তারা। বিশেষ করে তরুণ প্রজন্ম কুকুরের মাংস খাওয়ার বিরোধিতা করছে। 

গতকাল সোমবার দ্বিপাক্ষিক কৃষি কমিটিতে বিলটি পাস হওয়ার পর আজ এটি এক কক্ষের জাপানি পার্লামেন্টে ২০৮–০ ভোটে পাস হয়। শুধু দুই সদস্য অনুপস্থিত থাকায় ভোট দিতে পারেননি। ক্ষমতাসীন দল এই বিলটি উত্থাপন করেছিল।

এই আইন মেনে চলতে তিন বছরের 'গ্রেস পিরিয়ড' পাবেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। এই সময়ে বিকল্প খুঁজে নিবেন কুকুরের খামারি ও রেস্টুরেন্ট মালিকেরা। সরকারের দাবি, তারা এই খাতের সংশ্লিষ্টদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। তবে আইন অমান্য করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ২২ হাজার ৮০০ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ লাখ টাকা। তবে কুকুরের মাংস খাওয়া সরাসারি নিষিদ্ধ করা হয়নি। 

সরকারি হিসেবে দক্ষিণ কোরিয়ায় ১৬০০ টি রেস্টুরেন্টে কুকুরের মাংস বিক্রি করা হয়। কুকুরের খামার রয়েছে ১১৫০টি।