নাটোরে বাজেয়াপ্ত হচ্ছে ২৪ প্রার্থীর জামানত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় ২৪ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। ভোটের মাঠে তারা সরব থাকলেও প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেননি।
নাটোর -১ আসনে যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে তারা হলেন- ঢেঁকি প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আশিক হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী ইব্রাহিম খলিল, স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী জামাল উদ্দিন ফারুক, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী রমজান আলী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী। এই আসনটিতে ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ।
নাটোর -২ আসনে ৩জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তারা হলেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ড.নূরন্নবী মৃধা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী বজলুর রশিদ। এই আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ শফিকুল ইসলাম শিমুল এক লাখ ১৬ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নাটোর -৩ আসনে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তারা হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিসুর রহমান, বিকল্পধারা বাংলাদেশ দলের কুলা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন, তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টির ডাব প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন। এই আসনটিতে এক লাখ ৩৫ হাজার ৬৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক।
নাটোর-৪ আসনে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তারা হলেন- জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকের প্রার্থী এস এম, সেলিম রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নোঙ্গর প্রতীকের প্রার্থী গাজী আবু সায়েম রতন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আব্দুল খালেক সরকার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলাউদ্দিন মৃধা, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস পার্টির ডাব প্রতীকের প্রার্থী শান্তি রিবারু, স্বতন্ত্র দোলনা প্রতীকের প্রার্থী সুজন আহমেদ। এই আসনটিতে এক লাখ ১৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।