জার্মানিজুড়ে কৃষক বিক্ষোভ
জার্মানিতে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। তাদের বিক্ষোভে বন্ধ হয়ে গেছে দেশটির গুরুত্বপূর্ণ অনেক রাস্তা। সোমবার সপ্তাহব্যাপী আন্দোলন শুরু করেন তারা। দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সরকার কৃষকদের তেলের দাম থেকে ভরতুকি তুলে নিয়েছে, এর প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। রাজধানী বার্লিন-সহ একাধিক শহরে রাস্তায় নেমেছেন কৃষকেরা। ট্রাক্টর নিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন তারা। যার জেরে সোমবার দিনভর একাধিক শহরে যান চলাচল ব্যাহত হয়। একাধিক হাইওয়েও কার্যত অবরুদ্ধ হয়ে আছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সম্প্রতি জার্মানির ওলফ শলৎসের নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছিল, কৃষকদের বহু ভরতুকি দেয়া হয়। এবার সেই ভরতুকির অনেকটাই তুলে নেওয়া হবে। তখনই প্রতিবাদ জানিয়েছিলেন কৃষকেরা। বিক্ষোভের মুখে সরকার পিছু হঠলেও কয়েকটি খাতে ভরতুকি তুলে নেওয়ার সিদ্ধান্তে সরকার অনড় থাকে। তার মধ্যে অন্যতম তেল। কৃষকেরা এতেও খুশি নন। তাই সপ্তাহব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ, সিএসইউ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সরকারে থেকেও বামপন্থি দল এসপিডি-র একাংশ কৃষকদের পাশে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস