আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৯ জানুয়ারী ২০২৪, ০৮:৪৭
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

আওয়ামী লীগের যৌথ সভা:

বিকেল ৪টায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঢাকা মহানগর ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ওবায়দুল কাদের।

তথ্যমন্ত্রীর মতবিনিময়:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দুপুর ১২টায় মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় করবেন।

ফখরুলের মামলার শুনানি:

ঢাকা মেট্রোপলিটন আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সকাল ১১টার দিকে তাকে আদালতে আনার সম্ভবনা আছে।

সংবাদ সম্মেলন:

গণতন্ত্র মঞ্চ: বেলা ১১টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ বিপু মিলনায়তন।

এনডিএম: বিকেল ৩টায় কেন্দ্রীয় অফিস, মালিবাগ শাহজাহানপুর।

বিক্ষোভ সমাবেশ:

এবি পার্টি বিকেল ৩টায় বিজয় নগর বিজয় একাত্তর চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে।