বিয়ের পিঁড়িতে বসছেন রাশমিকা!
ভারতের দক্ষিণের হার্টথ্রব নায়িকা রাশমিকা দীর্ঘদিন ধরে প্রেমে মজেছেন একই ইন্ডাস্ট্রির অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে। তাদের প্রেম-গুঞ্জন সিনেমাপাড়ায় ব্যাপক আলোচিত। তারা নিজেরাও বহুবার ইঙ্গিত দিয়েছেন প্রেম নিয়ে। কখনো গিয়েছেন অবকাশ যাপনে, কখনো আবার দীপাবলি উৎসবে। কিন্তু সরাসরি কখনো সম্পর্ক বলেননি। এবার শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই পরিণয়ে আবদ্ধ হবেন বিজয়-রাশমিকা। একটি সূত্রের মতে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান সেরে নেবেন তারা। যদিও বিষয়টি নিয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো।
গেল বছরের দীপাবলি উৎসব বিজয়ের হায়দরাবাদের বাড়িতে উদযাপন করেন রাশমিকা। তাদের দুজনের আলাদা পোস্ট করা ছবির ব্যাকগ্রাউন্ড মিলিয়ে বিষয়টির সত্যতা পায় নেটিজেনরা। এর পর কিছু দিন আগে তারা অবকাশ যাপন করে এসেছেন। এর আগেও একবার মালদ্বীপে গিয়ে একই রিসোর্ট থেকে আলাদা ছবি শেয়ার করেন এই যুগল। ফলে মুখ ফুটে কিছু না বললেও তাদের প্রেম কারও অজানা নয়।
বলা প্রয়োজন, বিজয় ও রাশমিকা জুটি বেঁধে প্রথম অভিনয় করেন ‘গীত গোবিন্দম’ সিনেমায়। এ ছবির সুবাদেই তারা জনপ্রিয়তা পান। আর নিজেদের মধ্যেও গড়ে ওঠে একান্ত সম্পর্ক। এর পর তাদের দেখা যায় ‘ডিয়ার কমরেড’ ছবিতে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
রাশমিকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যানিম্যাল’। যেটা বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে তার বিপরীতে আছেন রণবীর কাপুর। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেকটি আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রুল’।
অন্যদিকে বিজয়কে আগামীতে দেখা যাবে পরশুরাম পেটলা নির্মিত ‘ফ্যামিলি স্টার’ সিনেমায়।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল