পাকিস্তানে ‘আজীবন নিষিদ্ধ’ বাতিল

সুপ্রিম কোর্টের রায়

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
পাকিস্তানে  ‘আজীবন নিষিদ্ধ’ বাতিল

পাকিস্তানে পার্লামেন্টে কোনো আইনপ্রণেতাকে আজীবন নিষিদ্ধের আইন গতকাল দেশটির সুপ্রিমকোর্টের রায়ে বাতিল করা হয়েছে। সংবিধানের এ সংশ্লিষ্ট অনুচ্ছেদে কোনো আইনপ্রণেতাকে ‘সৎ ও ধার্মিক’ হওয়ার পূর্বশর্ত আরোপ করা হয়। এর বরখেলাপ হলে কোনো আইনপ্রণেতা আজীবন নিষিদ্ধ থাকবেন। খবর ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন দলের সুপ্রিমো নওয়াজ শরিফকে পানামা পেপার্স মামলায় আজীবন অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এ ছাড়া আরও আইনপ্রণেতাকে একই আইনে নিষিদ্ধ করা হয়েছিল। গতকাল সুপ্রিমকোর্টের রায়ে আইনটি বাতিল হওয়ায় নওয়াজের সামনে নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না।

পর্যবেক্ষকরা মনে করেন, মূলত বিরোধীদের কুপোকাত করতেই এ ধরনের আইন করা হয়েছিল।