সাকিবকে ঘিরে স্লোগান, যা বললেন বিশ্বসেরা অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারী ২০২৪, ২১:৫১
শেয়ার :
সাকিবকে ঘিরে স্লোগান, যা বললেন বিশ্বসেরা অলরাউন্ডার

জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে জেতার পরদিনই ক্রিকেটমাঠে হাজির সাকিব। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে দেখা যায় এই তারকাকে। আসন্ন বিপিএলকে সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিতে হাজির হয়েছিলেন তিনি। 

সাকিব আসায় আজ স্টেডিয়ামের মাঠকর্মীদের তৎপরতা ছিল লক্ষ্য করার মতো। ক্রিকেটার সাকিব পরিচয়ের পাশাপাশি আরও একটি পরিচয় যে হয়ে গেছে তার! সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাই তাকে বরণ করতে ছুটে আসেন মাঠকর্মীরা। ইনডোর থেকে ব্যাটিং অনুশীলন সেরে বেরিয়ে আসার পর ফুলের মালা পরিয়ে দেওয়া হয় তাকে। 

সেই সময়ে সাকিবের সঙ্গে ফটোসেশন ছাড়াও স্লোগান দেওয়া হয়, ‘সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।’ তবে স্লোগান শুনে হাসতে হাসতে সাকিব বলেন, ‘এটা কিন্তু রাজনীতির মাঠ নয়, ক্রিকেট মাঠ। আমরা আগের জায়গাতেই আছি।’ অর্থাৎ, নিজেকে এখনো মাঠের মানুষই মনে করেন সাকিব। 

এদিন, কোচ নাজমূল আবেদীনের সঙ্গে প্রায় ২০ মিনিট মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। যেখানে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ৩৬ বছর বয়সী সাকিব। বিপিএলকে সামনে রেখেই তড়িঘড়ি করে অনুশীলনে ফিরেছেন এই তারকা। 

সাকিব সর্বশেষ ক্রিকেট ম্যাচ খেলেছেন গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন সাকিব। বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরতে চান তিনি। যদিও মাগুরায় থাকা অবস্থায় ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি।