জাল ভোট দিতে গিয়ে আওয়ামী লীগের ২ কর্মী আটক
নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে দুই জন আটক হয়েছেন। গতকাল রবিবার ফতুল্লার দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে। পরে তাদের দুইজনকে ২ বছরের জেল দিয়েছে আদালত।
জানা যায়, তারা নৌকা প্রতীকে ভোট দিতে গিয়েছিলেন। স্থানীয়ভাবে তারা আওয়ামী লীগের কর্মী হিসেবেও পরিচিত।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জাল ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন দুই যুবক। পরে তাদের কারাদণ্ড প্রদান করেন আসনটিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথী।
দÐপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার মো. ইস্রাফিল এবং পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। নির্বাচনী মামলায় ওই দুই ব্যক্তিকে একইসঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।