কত ভোটে জয়ী হলেন বিসিবি সভাপতি পাপন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব উপজেলা) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিজয়ী হয়েছেন।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানে ছেলে পাপন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. রুবেল হোসেন পেয়েছেন তিন হাজার ২০৬ ভোট। অর্থাৎ পাপন ১ লাখ ৯৪ হাজার ৯৪৯ বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গতকাল রবিবার কুলিয়ারচর ও ভৈরব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ভোটের ফলাফলে বিষয়টি জানা যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ আসনে পুরুষ, নারী ও হিজড়া মিলিয়ে মোট ভোটার তিন লাখ ৯৯ হাজার ২৪২ জন। মোট ১৪২টি ভোটকেন্দ্রে ৮৭৪টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।