হিজাব না পরায় ইরানে নারীকে ৭৪ বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারী ২০২৪, ১৩:৫০
শেয়ার :
হিজাব না পরায় ইরানে নারীকে ৭৪ বেত্রাঘাত

ইরানে হিজাব না পরার দায়ে এক নারীকে ৭৪ বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে শরীয়া আইন অনুযায়ী তাকে ১২ মিলিয়ন ইরানি রিয়াল জরিমানাও করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ২৬০০ টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রোয়া হেশমাতি নামে ৩৩ বছর বয়সী ও নারী একজন কুর্দি বংশোদ্ভূত। তিনি তেহরানের ব্যস্ততম উন্মুক্ত স্থানে নৈতিকতা আইন উপেক্ষা করে এবং অন্যদেরও একই কাজ করতে উৎসাহ দিয়েছে বলে ইরান সরকারের অভিযোগ।

রেয়ার আইনজীবী মাজিয়ার তাতাই জানিয়েছেন, গত বছরের এপ্রিলে মাথায় স্কার্ফ না পরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল।

পোষাক বিধি লঙ্ঘনের অভিযোগে ইরানে বেত্রাঘাতের সাজা অস্বাভাবিক হলেও ২০২২ সালের শেষদিকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় তা বেড়ে যায়। পরে দেশটির সরকারি কর্মকর্তারা পোষাক বিধি লঙ্ঘনকারীদের নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান শুরু করে।