আপনারা আমাকে বিশ্বাস করেছেন: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারী ২০২৪, ১২:৩০
শেয়ার :
আপনারা আমাকে বিশ্বাস করেছেন: মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জিতলেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। এই আসন থেকেই ২০১৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এই আসনের ১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন মাত্র ৩ হাজার ৪১ ভোট। অর্থাৎ, ১ লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়েছেন মাশরাফি।

মাশরাফির আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ।

বিশাল এই জয় পেয়ে এলাকার লোককে ধন্যবাদ দিতে ভোলেননি মাশরাফি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী।’ সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

এরপর আরেকটি পোস্ট দিয়েছেন নড়াইল এক্সপ্রেস। এতে তিনি লিখেন, নতুন ভোরের আলোয় আলোকিত হবে নড়াইল। আপনারা আমার সাথে ছিলেন বলে আমি আবারও আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আপনারা আমাকে বিশ্বাস করেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক...।

এই আসনে শেখ হাফিজুর রহমান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।